অনেকের মনে প্রশ্ন থাকে যে বিশ্ব কাপ এর কত টাকা দাম হয় বা এর ওজন কত টুকু হয়ে থাকে। তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব।
বর্তমান ওয়ার্ল্ড কাপ ট্রফিটির ডিজাইন নিয়ে শুরু থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসির মাথাব্যথা ছিল। তারা তৈরি করতে চাইছিল একটি ব্যতিক্রমধর্মী টফি, যা একই সাথে প্রকাশ করবে ক্রিকেটের আদল ও বিশ্ব ভ্রাতৃত্ব। এই ট্রফিটির ডিজাইন করেছেন শিল্পী জো ক্লার্ক।
বিশ্বকাপের কোন দল কত টাকা পাবে
ফিফা বিশ্বকাপের দাম বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৪৪ কোটি ২৫ লাখ টাকারও বেশি।
অবস্থান | পুরস্কারের টাকা ডলারে |
---|---|
Winner | 42 Million |
Runner – up | 30 Million |
3 rd | 27 Million |
4 th | 25 Million |
Quarter- finalists | 17 Million |
Group stage teams | 13 Million |
প্রাইজ মানির তালিকায় বিজয়ী দল পাবে ৪২ মিলিয়ন ডলার যা বাংলাদেশী টাকায় হয় ৪৬৫ কোটি ২০ লক্ষ টাকা। রানার আপ দল পাবে ৩০ মিলিয়ন টাকা যা বাংলাদেশি টাকায় ৩৩২ কোটি ৩০ লক্ষ টাকার মতো। বিশ্বকাপে তৃতীয় চতুর্থ পজিশনে থাকা দল পাবে যথাক্রমে ২৭ মিলিয়ন এবং ২৫ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০০ কোটি এবং ২৭০ কোটি টাকার সমতুল্য।
এবং যারা কোয়ার্টার ফাইলান এ খেলেছে তারাপ পাবে ১৭ মিলিয়ন টাকা করে যা বাংলাদেশি টাকায় ১৮৮ কোটি টাকা।যেসব দল পর্ব খেলেছে তারা প্রত্যেকে ১৩ মিলিয়ন ডলার করে পাবে। যা বংলাদেশি টাকায় ১৪৪ কোটি টাকার সমতুল্য। ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ৮০ লক্ষ ডলার। রানার্স আপ ক্রোয়েশিয়ার ঘরে ঢোকে ২ কোটি ৮০ লক্ষ ডলার। যা বর্তমানের তুলনায় অনেক কম।
এইটি ছিল ফুটবল বিশ্বকাপ এর দাম আপনাদের জানালাম। এবার বলবো ক্রিকেট বিশ্বকাপ এর দাম কত এবং তা কত টুকু বড় তা জানতে আমাদের সাথেই থাকুন।
আরো পড়ুনঃ রেডমি 4/64 এর দাম কত | সকল সিরিজ ২০২৪
বিশ্ব কাপ ট্রফি এর দাম ও ওজন
বিশ্ব কাপ ট্রফিটি ১১ কেজি ওজনের। ট্রফিটি উচ্চতা প্রায় ৬০ সেন্টিমিটার। বিশ্বকাপ ট্রফিতে বলটির ওজন প্রায় ৪ কেজি। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে সোনা ও রুপা। গোলাকার চাকতিতে বসানো হয়েছে রুপার তিনটি স্টাম্প বেল। এই বিশ্বকাপ ট্রফির নিচের দিকে রয়েছে আইসিসির লোগো। তবে অনেকেই মনে করতে পারেন বিশ্বকাপের ট্রফিটি সম্পূর্ণ সোনা কিংবা রুপা দিয়ে তৈরি। এটি ভুল ধারণা মূলত ট্রফির রং ও স্থায়িত্ব বাড়ানোর জন্য একে কয়েকবার সোনা-রুপার পানিতে ভেজানো হয়েছে।
ট্রফি এর দাম বিশ্বকাপ ট্রফিটির দাম কত অর্থাৎ ট্রফিটি তৈরি করতে কত খরচ হয়েছে। ট্রফিটি তৈরি করতে হয়েছে ৩০ হাজার মার্কিন ডলার অথবা ২৫ হাজার ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশী টাকায় ক্রিকেট বিশ্বকাপটির দাম হল প্রায় ২৫ লক্ষ টাকা।
বর্তমানে মোট ১২টি বিশ্বকাপ ম্যাচ হয়েছে। যার মধ্যে ৬টি বিশ্বকাপ ম্যাচ হয়ছে বর্তমান ট্রফিতে। ট্রফিটির নিচের দিকে বিশ্বকাপের সাল ও চ্যাম্পিয়ন দেশের নাম লেখার জায়গা রয়েছে। এখনো মোট ১১টি জায়গা রয়েছে নাম লেখার। তারপর পরিবর্তন করতে হবে এই ট্রফিটি।
ক্রিকেট বিশ্বকাপে কোন দল কত টাকা পাবে
ক্রিকেট বিশ্বকাপে যে যে দল টাকা পাবে তারা হলো পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। এদের প্রত্যেকে পাবে ১ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১০ লাখ টাকার বেশি)। তাছাড়া, প্রথম পর্বে জেতা প্রতিটি ম্যাচের জন্য দলগুলোর পকেটে ঢুকেছে ৪০ হাজার ডলার করে।
আশা করছি, আপনারা বিশ্ব কাপ এর দাম কত বাংলাদেশে এই সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। Bazar Haal এর সাথে থাকার জন্য ধন্যবাদ।