চার্জার ফ্যান অনেক প্রয়োজন দিন দিন যে পরিমাণ লোড সেডিং হচ্ছে চার্জার ফ্যান ছাড়া থাকা যায় না। তাই চার্জার ফ্যানের দাম কত ২০২৪ সম্পর্কে জানুন। বাংলাদেশে গ্রীষ্মকালীন উষ্ণতা ও তীব্র আদ্রতা সত্ত্বেও অব্যাহত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এক চ্যালেঞ্জিং বিষয়।
এরই মধ্যে চার্জার ফ্যান বেশ জনপ্রিয় এবং প্রাসঙ্গিক পণ্যে পরিণত হয়েছে। এটি শুধুমাত্র বিদ্যুৎ বিচ্ছিন্নতার সময় নয়, বিভিন্ন পরিস্থিতিতেও আরামদায়ক বাতাস প্রদানের এক অনন্য সমাধান হিসেবে কাজ করে। গরমের দাবদাহে রেহাই পেতে চার্জার ফ্যান এখন অপরিহার্য হয়ে উঠেছে। বিদ্যুতের অনিয়মিত সরবরাহের সময়ও এটি একটি আশীর্বাদ। বাজারে বিভিন্ন ধরণের চার্জার ফ্যান পাওয়া যায়, তাই আপনার চাহিদা ও বাজেট অনুযায়ী সঠিক পণ্যটি বেছে নেওয়া গুরুত্বপূর্ণ।বিভিন্ন কোম্পানির চার্জার ফ্যানের চার্জার ফ্যানের দাম কত ২০২৪ যেমন ওয়ালটন চার্জার ফ্যান প্রাইস, শাওমি চার্জার ফ্যান, মিয়াকো চার্জার ফ্যানের দাম, ফিলিপস চার্জার ফ্যানের দাম বাংলাদেশে, মার্সেল চার্জার ফ্যানের দাম বাংলাদেশে ইত্যাদি জানবেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক বিভিন্ন কোম্পানির চার্জার ফ্যানের দাম কত ২০২৪ সালে কত।
কিছু চার্জার ফ্যানের দাম
- ওয়েস্টার্ন রিচার্জেবল টেবিল ফ্যান F0096 – টাকা 3,090
- Walton W17OA-EM-MS চার্জার ফ্যান – 3,690 টাকা
- ওয়েস্টার্ন রিচার্জেবল টেবিল ফ্যান F0192 – 2,490 টাকা
- Walton WRTF12A চার্জার ফ্যান – 2,950 টাকা
- মার্সেল M17OA-EM-MS (স্ট্যান্ড-হোয়াইট, বেস-হোয়াইট) চার্জার ফ্যান – 3,690.00 টাকা
- রিচার্জেবল টেবিল ফ্যান 12″ ইউএসবি চার্জার – 2,890.00 টাকায় ক্লিক করুন
- রিচার্জেবল টেবিল ফ্যান 12″ নীল – 3,100 টাকায় ক্লিক করুন
- ভিশন রিচার্জেবল টেবিল ফ্যান 14″ সাদা ইউএসবি চার্জার – 3,830.00 টাকা
- ভিশন চার্জার ফ্যান WI-1024E – 2,790.00 টাকা
- মিয়াকো রিচার্জেবল ফ্যান KL-2924 – টাকা 4,390.00
- Midea রিচার্জেবল টেবিল ফ্যান MCF-1022E – টাকা 3,300.00
- Midea রিচার্জেবল টেবিল ফ্যান MCF-2912 – টাকা 3,575.00
- Midea রিচার্জেবল টেবিল ফ্যান MCF-2926HR – টাকা 5,489.00
- ওয়েস্টার্ন চার্জার ফ্যান WI-1062 – 2,140.00 টাকা
- ভিশন রিভার উইন্ড টেবিল ফ্যান (16XKnife) কমলা – 1,800.00 টাকা
- ওয়ালটন রিচার্জেবল টেবিল ফ্যান W17OA-MS (স্ট্যান্ড-হোয়াইট, বেস-ব্লু) – 4,100.00 টাকা
- ওয়ালটন রিচার্জেবল টেবিল ফ্যান W17OA-AS (স্ট্যান্ড-হোয়াইট, বেস-হোয়াইট) – 4,200.00 টাকা
- কনিয়ন রিচার্জেবল ফ্যান BE HS 5968 WBK – টাকা 5,500.00
- নোভা চার্জার স্ট্যান্ড ফ্যান BE 2416 – টাকা 4,500.00
আর পড়ুনঃ হাতিশুর গাছের উপকারিতা কী
চার্জার ফ্যান এর ব্যবহারবিধি
চার্জার ফ্যানগুলো ‘এসি, ডিসি’ দুটোইতে চলে, মানে সরাসরি বিদ্যুতেও চালানো যায় আবার ব্যাটারিতেও চলে। কিন্তু সমস্যা হল সরাসরি লাইনের বিদ্যুতে চলার ক্ষেত্রে ব্যাটারিতে বেশি চার্জ দেওয়া হয়ে যায়। কারণ অনেক চার্জার ফ্যানেই ব্যাটারি পুরোপুরি চার্জ হয়ে গেলে চার্জ নেওয়া বন্ধ করার সুবিধা থাকে না। তাই বিদ্যুৎ থাকলেও ব্যাটারিতেই ফ্যান চালানো বুদ্ধিমানের কাজ হবে। নতুন ফ্যান কেনার সময় ব্যাটারির ওজন পরীক্ষা করে দেখতে পারলে ভালো। ব্যাটারি ভারি হলে তার মানও ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ ভেতরের সীসা, সেল ও অন্যান্য যন্ত্রাংশগুলো মোটা হলে ব্যাটারি ভারি হয়। আর যন্ত্রাংশের মান ভালো হলে ব্যাটারিও দীর্ঘস্থায়ী হবে।
ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ করে দেওয়াও ব্যাটারির জন্য ক্ষতিকর। অনেকসময় পুরোপুরি চার্জ শেষ হওয়া ব্যাটারি আবার চার্জ নিতে পারে না। অপরদিকে শীতকালে বা প্রয়োজন যখন থাকে না তখন চার্জার ফ্যানগুলো প্যাকেট করে রেখে দেওয়া হয় দীর্ঘদিন। এটাও ব্যাটারির জন্য ক্ষতিকর।
সিঙ্গার চার্জার ফ্যানের দাম
গরম যখন বেশি মাথাচাড়া দিয়ে উঠে বা দেশে গরমের আবির্ভাব বেড়ে যায় তখন এই বৈদ্যুতিক পাখাটি মানুষের এত জনপ্রিয় হয়ে উঠে তা বলার আর কিছু বাকি নেই। বর্তমানে অনেক ফ্যানের সমাহার দেখা যায় বাজারে। নামি-বেনামী আরো কত ফ্যানের যে দর্শন পাবেন ।
চায়না কোম্পানির থেকে শুরু করে কত টেম্পোরারি ফ্যানের সমাহার। কিন্তু আজকে চার্জার ফ্যানের এর দাম ২০২৩ সম্পর্কে বলার চেষ্টা করছি। যদিও এখন ২০২৪ সাল এসে গেছে। একেক দামের একেক রকম ফ্যান পাবেন। তবে চার্জার ফ্যান এর দাম আপনি মোটামোটি ১০০০ হাজার টাকা থেকে ৫০০০ টাকার ভিতরে পেয়ে যাবেন । সিঙ্গার কোম্পানী নামী দামী একটি ব্রান্ড আমাদের দেশের জন্যে । এরা অনেক ইলেক্ট্রনিক্স পন্য ব্যবসা করে আসছে । সিঙ্গার চার্জার ফ্যানের দাম যেমন তেমন মান ও অনেক উন্নত। তবে উন্নত মানের সুবিদা বিশিষ্ট ফ্যানের চাহিদা থাকলে আপনাকে ১০০০০ টাকা পর্যন্ত বাজেট থাকতে হবে । কিন্তু কথা হচ্ছে সব ফ্যান কি আপনার বাজেটের ভিতর হচ্ছে কিনা এবং ভাল কিনা। ওই দিকেও একটু নজর দেওয়া প্রয়োজন।
ভিশন চার্জার ফ্যান এর দাম
ভিশন চার্জার ফ্যান এর দাম ৩৫০০ টাকা থেকে শুরু এবং এর বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী আরো দাম বেশি রয়েছে কিন্তু এর কমে ভিশন চার্জার ফ্যান অফিসিয়ালি ভাবে পাবেন না।আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ৬ মাসের ওয়ারেন্টি বিশিষ্ট এটি হলো ভিশন কোম্পানির ১২” ইঞ্চি চার্জার ফ্যান । এটির মুল্যে ৩৯৯০ টাকার ভিতরে পেয়ে যাবেন । মোটামোটি বাজেট বান্দব একটি ফ্যান যা সবার হাতের নাগালে পেয়ে যাবেন অনায়াসে । সম্পূর্ণ রিচার্জেবল এই ফ্যানটি আপনার খুবই সহজ করে তুলবে গরমের দিনকে। সম্পূর্ণ রিচার্জেবলওভার চার্জ এবং ওভার ডিসচার্জ সুরক্ষাএসি/ডিসি পরিচালিত সম্পূর্ণ চার্জ। ইঙ্গিত ধাপ কম গতি নিয়ন্ত্রণ। সহজে মেরামত করা যাবে। খুবই সহজে এক জায়গা থেকে অন্য জায়গা স্থানান্তরিত করা যাবে। একসাথে দ্রুত গতিতে চললে ৩.৫ ঘন্টা পর্যন্ত চলবে এই চার্জার ফ্যানকম গতির জন্যে ২.৫ ঘন্টা পর্যন্তু বেকআপ দিবে। LED লাইট রয়েছে এই ফ্যানে কারেন্ট চলে গেলে খুব সহজে এল জানিয়ে যাবতীয় কাজ সারতে পারবেন ।
ওয়ালটন চার্জার ফ্যানের দাম
ওয়ালটন চার্জার ফ্যান প্রাইস ৩৩৯০ টাকা সর্বনিম্ন প্রাইস এবং এর সর্বোচ্চ দাম ৬৪৯০ টাকা পর্যন্ত হয়। যা ওয়ালটন কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে রেখেছে। ওয়ালটন চার্জার ফ্যান প্রাইস W17OA-AS এই মডেলের প্রাইস ৬৪৯০ টাকা। ওয়ালটন চার্জার ফ্যান প্রাইস W17OA-MS এই মডেলের প্রাইস ৬১০০ টাকা। ওয়ালটন চার্জার ফ্যান প্রাইস W17OA-EM-MS এই মডেলের প্রাইস ৫৭০০ টাকা। ওয়ালটন চার্জার ফ্যান প্রাইস WRTF14A এই মডেলের প্রাইস ৪৩৯০ টাকা। ওয়ালটন চার্জার ফ্যান প্রাইস WRTF12A এই মডেলের প্রাইস ৩৯৯০ টাকা।
শাওমি চার্জার ফ্যান এর দাম
এই ফ্যানটিতে রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার এর রিচার্জেবল ব্যাটারি। এই ফ্যানের বাতাস প্রথম গিয়ারে দিয়ে রাখলে প্রায় ১০-১২ ঘন্টা পর্যন্ত বাতাস দিতে পারে। ফ্যানটিতে চার্জ হতে প্রায় ছয় ঘন্টার মত সময় লাগে। ফ্যানটিকে বামে ও ডানে প্রায় ৬০° এবং উপরে ও নিচে 27° ঘোরানো যায়।
- মডেল: F5P
- উৎপত্তি দেশ: চীন
- উপাদান: ABS প্লাস্টিক
- আকার: 134 × 180 × 310.5 মিমি
- শক্তি: 5W
- ব্যাটারির ক্ষমতা: 4000mAh [ 14.8Wh/ 5v]
- চার্জিং ব্যাকআপ: 3-12 ঘন্টা
- চার্জিং সময়: 6 ঘন্টা
- ওজন: 613 গ্রাম
- মূল্য: 2800 – 3000
মিয়াকো চার্জার ফ্যান এর দাম
মিয়াকো রিচার্জেবল ফ্যান KL-2612 মডেলের ফ্যানটিতে আলো ও বাতাস দুটিরই সুবিধা রয়েছে। ফ্যানটির পাখার দুই পাশে এলইডি লাইট লাগানো রয়েছে।
ফ্যানটির ওজন ৩ কেজি, উচ্চতা 21 ইঞ্চি এবং রাউন্ড ৩৭ ইঞ্চি। ফ্যান্টিতে AC ও DC চাবি থাকায় আপনি চাইলে বিদ্যুৎ সংযোগ দিয়ে চালাতে পারবেন সরাসরি। এলইডি লাইট টি অন অফ করার জন্য সুইচ রয়েছে এবং পাখার বাতাস চারদিকে ঘুরানোর জন্য পেছনে চাবি রয়েছে।
- মডেল: KL- 2612
- শক্তি: 24w
- ওজন: 3 কেজি
- রিচার্জেবল: ওভারচার্জ এবং ওভার স্রাব সুরক্ষা
- ওয়ারেন্টি: 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি
- গতি: 2
- চার্জ করার সময়: 12-15 ঘন্টা
- পাওয়ার বিকল্প: এসি/ডিসি
- সময়কাল: 3.5 ঘন্টা (উচ্চ গতি), 5.5 ঘন্টা (নিম্ন গতি)
- মূল্য: 3100- 3500 টাকা
- মডেল: Kl- 2924
- LED: 4 পিসি
- রেচার্জেবল: ওভারচার্জ এবং ওভার স্রাব সুরক্ষা
- রঙ: লাল এবং সাদা
- পাওয়ার বিকল্প: এসি/ডিসি
- ওয়ারেন্টি: 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি
- সময়কাল: 4-5.5 ঘন্টা
- মূল্য: 4100-4500
ওয়ালটন চার্জার ফ্যানের ব্যাটারির দাম
ওয়ালটন চার্জার ফ্যানে ব্যাটারিগুলো অনেক দামি ও ভালো মানের দেওয়া থাকে। এইসব ওয়ালটন চার্জার ফ্যানের ব্যাটারির দাম প্রায় ১০০০ থেকে ১৫০০ টাকা হয়ে থাকে। ওয়ালটন চার্জের ফ্যানের ব্যাটারির দাম সর্বনিম্ন ৫৫০ টাকাতেও পাওয়া যায়। ৬ থেকে ১২ ভোল্টের হয়ে থাকে ওয়ালটন চার্জার ফ্যানের ব্যাটারিগুলো।
- মডেল: Walton RB640CS 6 ভোল্ট 4.5 AH রিচার্জেবল ফ্যান ব্যাটারি সানক্যাক সর্বোচ্চ
- মূল্য: 525 টাকা
- মডেল: পাওয়ার মাস্টার WB1245
- মূল্য: 1090 টাকা
- ওয়্যারেন্টি: N/A
আশা করছি চার্জার ফ্যানের দাম কত ২০২৪ এই সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। Bazar Haal সাথে থাকার জন্য ধন্যবাদ।